বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম সেলিম (নৌকা) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহনের পর গননা শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সেলিম পেয়েছেন পাঁচ হাজার ৬৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীকের হিরন মোল্লা পেয়েছেন ২৭৪ ভোট।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে একটি কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত খুবই কম দেখা গেছে। সকাল ১০টায় ডেবরা মহম্মদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম। তবে বিদ্রোহী প্রার্থী হিরন মোল্লা কোন কেন্দ্রে ভোট প্রদান করেননি। তাঁর কোন এজেন্টকেও কেন্দ্রে দেখা যায়নি। দলের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি ভোট গ্রহনের পাঁচদিন আগে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন বলে জানিয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন।
গত ২৪ জানুয়ারি নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন নাচনমহল ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এ কারনে তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে শূন্য হয়ে পড়ে আসনটি। নির্বাচন কমিশন শূন্যপদে ২৫ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করে। অপরদিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মো. আতফি আহম্মেদ, আলমগীর হোসেন ও মো. সাদ্দাম হোসেন নির্বাচনে লড়েছেন। এদের মধ্যে মো. আতফি আহম্মেদ ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে এক হাজার ২৭২।
bjwQwUi bvPbgnj BDwci Dcwbe©vP‡b
†mwjg †Pqvig¨vb wbe©vwPZ
SvjKvwV †Rjv msev``vZv
SvjKvwVi bjwQwU Dc‡Rjvi bvPbgnj BDwbqb cwil‡`i †Pqvig¨vb c‡` Dcwbe©vP‡b AvIqvgx jxM g‡bvwbZ cÖv_©x †gv. wmivRyj Bmjvg †mwjg (†bŠKv) wbe©vwPZ n‡q‡Qb| e„n¯úwZevi †fvU MÖn‡bi ci Mbbv †k‡l Dc‡Rjv wiUvwb©s Kg©KZ©v mviwgb Avd‡ivR †emiKvwifv‡e Zv‡K wbe©vwPZ †NvlYv K‡ib| wbe©vP‡b †bŠKv cÖZx‡Ki wmivRyj Bmjvg †mwjg †c‡q‡Qb cuvP nvRvi 635 †fvU| Zuvi wbKUZg cÖwZØw›Ø cÖv_©x Avbvim cÖZx‡Ki wnib †gvjøv †c‡q‡Qb 274 †fvU|
Gw`‡K e„n¯úwZevi mKvj 9Uv †_‡K myôz I kvwšÍc~Y© cwi‡e‡k †fvU MÖnb ïiæ nq| BDwbq‡bi bqwU †K‡›`ª ch©vß wbivcËv e¨e¯’vi ga¨ w`‡q †fvU MÖnb AbywôZ nq| Z‡e GKwU †K›`ª Qvov Ab¨ †K›`ª¸‡jv‡Z †fvUvi Dcw¯’Z LyeB Kg †`Lv †M‡Q| mKvj 10Uvq †Weiv gn¤§w`qv `vwLj gv`ªvmv †K‡›`ª †fvU cÖ`vb K‡ib †bŠKv cÖZx‡Ki cÖv_©x wmivRyj Bmjvg †mwjg| Z‡e we‡`ªvnx cÖv_©x wnib †gvjøv †Kvb †K‡›`ª †fvU cÖ`vb K‡ibwb| Zuvi †Kvb G‡R›U‡KI †K‡›`ª †`Lv hvqwb| `‡ji wm×v‡šÍi cÖwZ mg_©b Rvwb‡q wZwb †fvU MÖn‡bi cuvPw`b Av‡M wbe©vPb †_‡K m‡o `vwo‡q‡Qb e‡j Rvwb‡q‡Qb| G BDwbq‡b †gvU †fvUvi msL¨v 9 nvRvi 575 Rb|
MZ 24 Rvbyqvwi bjwQwU Dc‡Rjv cwil` wbe©vP‡b cÖv_©x nb bvPbgnj BDwci mv‡eK †Pqvig¨vb wmwÏKzi ingvb| G Kvi‡b wZwb BDwc †Pqvig¨vb c` †_‡K Ae¨nwZ †bb| webvcÖwZØw›ØZvq wZwb Dc‡Rjv cwil` †Pqvig¨vb wbe©vwPZ n‡j k~b¨ n‡q c‡o AvmbwU| wbe©vPb Kwgkb k~b¨c‡` 25 RyjvB †fvU MÖn‡Yi w`b avh© K‡i| Aciw`‡K SvjKvwV m`i Dc‡Rjvi †k‡LinvU BDwbqb cwil‡`i 5 b¤^i Iqv‡W© m`m¨ c‡` Dcwbe©vP‡b †fvU MÖnb AbywôZ nq| G‡Z †gv. AvZwd Avn‡¤§`, AvjgMxi †nv‡mb I †gv. mvÏvg †nv‡mb wbe©vP‡b j‡o‡Qb| G‡`i g‡a¨ †gv. AvZwd Avn‡¤§` 544 †fvU †c‡q wbe©vwPZ nb| G Iqv‡W© †gvU †fvUvi n‡”Q GK nvRvi 272|
gy. Avãyi ikx`
SvjKvwV †Rjv msev``vZv
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।