Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটপাড়ায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলার অভিযোগ, প্রার্থীসহ আহত-৫

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৮:১৩ পিএম

আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী তৌছিফুল ইসলাম খানের নির্বাচনী প্রচারনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে প্রার্থীসহ ৫ জনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি চেয়ারম্যান প্রার্থী তৌছিফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বানিয়াজান ইউনিয়নের পাঁচগজ মোড়ে কাইয়ুম চৌধুরীর একটি ঘরে নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলাম। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মী সেখানে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে চলে যেতে বলে। আমি তাৎক্ষনিক আটপাড়া থানার ওসিকে ফোন করে আমাদের নিরাপত্তা দেযার অনুরোদ জানাই। কিন্তু সেখানে পুলিশ আসেনি। কিছুক্ষণ পর নৌকার প্রার্থী হাজী মোঃ খায়রুল ইসলাম ঘটনাস্থলে আসলে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আমাদের নির্বাচনী প্রচারনায় হামলা চালায়। এতে আমি, আমার ভগ্নিপতি আসিফ ইকবাল, বিএনপির কর্মী সাদেক সহ ৫ জন আহত হই। আমি এ ন্যাক্কারজনক হামলার ন্যায় বিচার প্রার্থনা করে রিটানিং অফিসারসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ খায়রুল ইসলমের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পাঁচগজ মোড়ে হামলা কোন ঘটনা ঘটেনি। তবে নির্বাচনী প্রচার প্রচারনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। আমি দু পক্ষকেই সেখান থেকে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিলে তারা সেখান থেকে চলে যায়।



 

Show all comments
  • দীনমজুর কহে ১১ অক্টোবর, ২০১৯, ৯:২৫ পিএম says : 0
    কার ও গনতান্ত্রিক অধিকার হরন করা স্বৈরতানন্ত্রীক মনোভাবের বহিপ্রকাশ। নির্বাচনি প্রচারে বাধাঁ, আহত করা এটা কোন গনতনন্ত্রের ভাষা হতে পারেনা। আমাদের রাজনিতিবিধদের গনতন্ত্রমনা হওয়া উচিৎ।সকলের শুভবুদ্ধির ঊদয় হোক।।
    Total Reply(0) Reply
  • Shasta Oconnell ২৮ মার্চ, ২০২০, ১১:৫৩ এএম says : 0
    It's really a cool and helpful piece of information. I am happy that you shared this useful information with us. Please stay us up to date like this. Thanks for sharing.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ