Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর পরাজয়

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৯:১৩ পিএম

নাটোরের লালপুর উপজেলার এক ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর পরাজয় হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আড়বাব ইউনয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (আনারস) ৪ হাজার ৩শ ৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৩হাজার ৯শ ৮২ ভোট। আওয়ামী লীগের একজন ও সতন্ত্র ৩ জনসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করলে পদটি শুন্য হয়।
মোট ১০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৩শ ৪৩ ভোট পড়েছে ১৪ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটঅধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে শতকরা ৬৬ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ