Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো কিছুর আশায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৭:৩১ পিএম

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের হোম ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে ভালো কিছুর আশায় বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। কাতার এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন, ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজকও। শুধু তাই নয়, ফিফা র‌্যাঙ্কিংয়ে যেখানে কাতার রয়েছে ৬২তম স্থানে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৭। র‌্যাঙ্কিং এবং শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ভালো করার প্রত্যয় বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার। যদিও এবারের বিশ্বকাপ বাছাইয়ে দু’দলের শুরুটা দুই রকমের। কাতার ৬-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে বাছাই মিশন শুরু করলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সেই আফগানদের কাছেই হেরেছে ১-০ ব্যবধানে। তারপরও ঘরের মাঠে ভালো কিছুর আশা লাল-সবুজদের। বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান স্বাগতিক দলের কোচ ও অধিনায়ক। কোচ জেমি ডে বলেন,‘আমরা জানি কাতারের বিপক্ষে কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। তবে সম্প্রতি ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ জিতে আমাদের আতœবিশ^াস বেড়েছে। মানসিকভাবে ছেলেরা চাঙ্গা রয়েছে। তাই কাতারের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা ভালো খেলতে চাই। অবশ্যই ভালো ফল তুলে নিতে চেষ্টা করবো আমরা। যদিও কাতার এশিয়ান চ্যাম্পিয়ন। তারা শক্তিশালী দল এবং তাদের দলে ভালো কিছু খেলোয়াড় রয়েছে। আমরা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ তিনি যোগ করেন,‘গেল ১০ দিন আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। অবশ্যই সব প্রস্তুতি কাতার ম্যাচকে ঘিরে। ছেলেরা অসাধারণ ফিটনেসে রয়েছে। কাতারকে কিভাবে আটকানো যায়, বিশেষ করে কোন দিকে তারা দুর্বল সেসব নিয়ে আমরা মূলত কাজ করেছি। সব দলই চায় জিততে; আমরাও ব্যতিক্রম নই। নিজেদের সেরাটা দিয়েই পয়েন্ট কেড়ে নেয়ার চেষ্টা করবো। তারা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে; সেই হিসাবে বাংলাদেশের বিপক্ষে জেতা তাদের জন্য অসম্ভব নয়। তবে ফুটবলে চমক জাগানিয়া ফল হরহামেশাই ঘটে। সাম্প্রতিক সময়ের চেয়েও আমার ছেলেরা ভালো খেলার চেষ্টা করবে। তা অবশ্যই আক্রমণাত্মক এবং সাহসী খেলা।’

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা ইনজুরিতে পড়েছিলেন। কার্ড সমস্যা খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে ইনজুরি থেকে সেরে মাঠে ফিরছেন বাদশা, সে কাতার ম্যাচে খেলতে পারবে-এমনটাই জানালেন কোচ জেমি। আরেক ডিফেন্ডার রায়হান হাসান অসাধান থ্রোয়ার হওয়ার কারণে তার প্রশংসা করেন বাংলাদেশ কোচ। বৃষ্টি বাংলাদেশের জন্য আশির্বাদ। যার প্রমাণ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রকৃতির সেই আশির্বাদ নিয়ে জেমির কথা, ‘বৃষ্টি বা ভারী মাঠ হলে আমাদের জন্য খানিকটা সুবিধা হয় এটা স্বীকার করতেই হবে।’

গত বছর ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে কাতার অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই দল আর জাতীয় দলের মধ্যে বিস্তর ফারাক বলেই মনে করেন জেমি ডে। তার কথায়, ‘কাতারকে এশিয়ান গেমসে হারালেও সেই দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য। তখনকার মাত্র একজন ফুটবলার রয়েছে এই দলে। তাই মানতেই হবে ওরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এশিয়ার সেরা দল কাতার। তাদের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করবো। যদিও ম্যাচটি আমাদের জন্য কঠিন। তবে যদি আমরা নিজেদের শতভাগ দিতে পারি, তাহলে ম্যাচে ভালো ফল করা অসম্ভব নয়।’ তিনি যোগ করেন, ‘ গত ক’দিন সেটপিস নিয়ে কাজ করেছেন কোচ। সুযোগ পেলে আগামীকাল (বৃহস্পতিবার) আমরা ভালো কিছু সেটপিস করতে চাই।’

অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমার। সেই অভিজ্ঞতা জুনিয়রদের ভাগাভাগি করবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ