Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আসছে বিশ্বকাপ আয়োজক কাতার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ৮:৩৩ পিএম

২০২২ ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। সর্বশেষ এশিয়ান কাপের চ্যাম্পিয়নও তারাই। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই একসঙ্গে হওয়ায় কাতারকে এখন বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলতে হচ্ছে। তাই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঢাকায় পৌঁছার কথা ৫৭ সদস্য বিশিষ্ট কাতার জাতীয় ফুটবল দলের। সাধারণত ফিফা বা এএফসির টুর্নামেন্টে তিনদিন আগে সফরকারী দলগুলো আসে। কাতার এসেছে মাত্র একদিন আগে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা কোনো ফুটবল দলে এতো বড় বহর আসেনি। কাতারের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ঢাকার অন্যতম পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের আয়োজকরা। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। তার আগে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে কাতার। ম্যাচ শেষে ১১ অক্টোবর সকালে বাংলাদেশ ছেড়ে যাবে দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ