Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে ৩ ট্রাক পণ্য আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে খালাসের মুহূর্তে জিপি শিটের একটি চালান আটক করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় কাস্টম হাউসের কর্মকর্তারা ওই চালানের পণ্য ভর্তি তিনটি ট্রাক আটক করে। ট্রাক তিনটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, ঢাকার একটি প্রতিষ্ঠানের নামে ৪৩ হাজার ৩০ কেজি জাপানের জিপি শিট বন্দরে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের চৌমুহনীর স্ট্যান্ডার্ড ফ্রেইট। তিন কন্টেইনারে আসা চালানটি খালাসের জন্য একটি বিল অব এন্ট্রির কাগজ দাখিল করে তিনটি ট্রাকে পণ্য বোঝাই করা হয়। যাতে দেখানো হয় তিন হাজার কেজি পণ্য।
ধারণা করা হচ্ছে, রাজস্ব ফাঁকি দিতে এ কৌশল করা হয়েছে। কাস্টম হাউসের উপ কমিশনার নূর উদ্দিন মিলন তিন ট্রাক পণ্য আটক করার বিষয়টি নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, অবৈধ উপায়ে চালানটি খালাসের চেষ্টা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ