Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাড়ীর জন্য গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ২:৪৪ পিএম

পূজার শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীর ঊপর অভিমান করে বাসনা মন্ডল (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত ঘেঁষা মেন্দিনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাসনা ওই গ্রামের মৃণাল মন্ডল এর স্ত্রী।

শ্যামনগর থানার এস আই মোস্তফা জানান, পূজার নতুন শাড়ী পছন্দ না হওয়ায় স্বামীকে পরিবর্তন করে আনতে বললে, স্বামী শাড়ী পরিবর্তন করে আনে। এ শাড়ীও পছন্দ না হওয়ায় আবারও পরিবর্তন করতে বলে। এতে স্বামী মৃনাল মন্ডল অস্বীকৃতি জানালে অভিমান করে সবার অজান্তে নিজ গৃহে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টার করে।

এসময় পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান মৃত্যু ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ