Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির মুখে গান্ধীর নাম অন্তরে নথুরাম : ওয়াইসি

তারা সারাদেশে গান্ধীজীর নামে ধাপ্পাবাজি চালাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ১২:০৮ এএম, ৪ অক্টোবর, ২০১৯

ভারতের লোকসভা সদস্য ও এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি মুখে মহাত্মা গান্ধীর নাম নিলেও তাদের অন্তরে নথুরাম গডসে বিরাজমান। মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন নথুরাম। তার মতে, গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করতেন। কাজেই এ খুনিকে নিজেদের নায়ক মনে করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলে জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এ নেতা। খবর এনডিটিভির। ওয়াইসি দাবি করেন, আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আর বর্তমান বিজেপি সরকার মুখে তার নাম নিলেও অন্তরে নথুরাম গডসেই রয়েছে। হায়দরাবাদের এ এমপি বলেন, বিজেপি গান্ধীর নামে দোকান চালাচ্ছে। তারা সারাদেশে গান্ধীজির নামে ধাপ্পাবাজি চালাচ্ছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। এতে আওরঙ্গবাদে নিজ দলের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ওয়াইসি। এ সময় তিনি বলেন, গত মে মাসে আওরঙ্গবাদে তার দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। কারণ স্থানীয় মুসলমান, দলিত, হিন্দু ও বৌদ্ধ, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন, তারা তাকে সমর্থন করছেন। বিজেপির সমালোচনা করে তিনি আরও বলেন, নথুরাম গডসে তিনটি বুলেট দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। কিন্তু এখানে এখন নিয়মিত লোকজন নিহত হচ্ছেন। এনডিটিভি।



 

Show all comments
  • no name ৪ অক্টোবর, ২০১৯, ১০:৩৭ পিএম says : 0
    This guy is a great example of this character: Pakistan is in inside, Bharot is outside
    Total Reply(1) Reply
    • Many Names ৭ অক্টোবর, ২০১৯, ৮:৪৪ এএম says : 4
      You said wrong. the right is "Humanity is inside, terrorist party BJP and RSS are outside"

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ