মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘শত্রুর সন্তানকেও যেন সৃষ্টিকর্তা এমন রোগ না দেন। আমি আমার সন্তানদের বাঁচাতে পারছি না, আমিও আর বাঁচতে চাই না।’ টুইটারে এমন একটি পোস্ট করে স্ত্রীসহ আত্মহত্যা করেছেন বিজেপির সাবেক নেতা সঞ্জীব মিশ্র (৪৫)। তাঁর স্ত্রীর নাম নীলম (৪২)। এ সময় তাঁদের ঘর থেকে দুই সন্তানের মরদেহও উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্য প্রদেশের বিদিশায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলেছে, দুই সন্তানকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। ওই দম্পতি তাঁদের সন্তানদের অসুস্থতা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির সাবেক সেই নেতার দুই ছেলে সন্তান আনমল (১৩) ও সার্থক (৭) মাসকুলার ডিসট্রফি (পেশিশক্তির ক্ষয়) রোগে আক্রান্ত ছিল।
বিদিশা এলাকার পুলিশ স্টেশনে এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।