Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ১৪ রাজ্যে বন্যায় নিহত ১৬৮৫

ফারাক্কা বাঁধ ভাঙতে বললেন বিহারের মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ভারতের বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গসহ ১৪ টি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে দূর্যোগের কারণে ১ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজের সংখ্যা শতাধিক। বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করায় ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন বিহার রাজ্য সরকারের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী সঞ্জয় কুমার ঝা।

এই বর্ষা মৌসুমে, জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে ২৫ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষের জীবন, আশ্রয়কেন্দ্র, পশুসম্পদ, ফসল এবং অবকাঠামো। কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মূল্যায়নে জানানো হয়েছে, প্রায় ২২ লাখ মানুষকে সড়িয়ে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ জেলাগুলিতে মোট ৮ হাজার ৭০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করায় ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন বিহার রাজ্য সরকারের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী সঞ্জয় কুমার ঝা। গত মঙ্গলবার সঞ্জয় কুমার ঝা এই দাবি করেন। তিনি বলেন, ফারাক্কা বাঁধ ভেঙে দেয়া হোক। নইলে বন্যার পানিনিষ্কাশনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক।

ফারাক্কা বাঁধ ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে একটি প্রকল্প। ১৯৭৫ সালে এই বাঁধ নির্মাণ সম্পন্ন হয়। বিহার সরকারের দাবির পরিপ্রেক্ষিতে খুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের সব সøুইসগেট। ফলে প্রবল বেগে ফারাক্কার পানি গিয়ে পড়ছে বাংলাদেশে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে প্রবল বন্যা। প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বিহারে বন্যার কারণে রাজধানী পাটনায় পানিবন্দী হয়ে পড়েন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা (এনডিআরএফ) তার বাসভবন থেকে পুরো পরিবারকে উদ্ধার করে।
ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ বলেছে, ফারাক্কায় গঙ্গার পানি বিপৎসীমার ৭ ফুট ওপর দিয়ে বইছিল। এর পরিপ্রেক্ষিতে বাঁধের ১০৯টি সুইসগেট খুলে দিয়েছে তারা। সুইসগেট খুলে দেওয়ায় এই পানি ছুটে যাচ্ছে বাংলাদেশের দিকে।
বিহার ও উত্তর প্রদেশের পানি ঢুকে পড়ায় বন্যা দেখা দিয়েছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও। পানির চাপ বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সেখানকার বন্যা পরিস্থিতি দেখার জন্য রাজ্যের দুই মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা মালদহ ও মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি দেখবেন। মঙ্গলবার বন্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের নদীগুলোর সংস্কার করছে না। ফারাক্কায়ও নদীর ড্রেজিং হচ্ছে না। এ নিয়ে বারবার চিঠি লিখলেও সাড়া মিলছে না। তাই বারবার বন্যা দেখা দিচ্ছে রাজ্যে। সূত্র : টিওআই, এনডিটিভি।



 

Show all comments
  • Khirul Islam ৩ অক্টোবর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    বাংলাদেশ আর একটা ফারাক্কা বাঁধ দেওয়া হবে,, বন্যার সময় যখন তোমরা পানি ছাড়ব, তখন আমার সবগেট বন্ধ করে রাখব, দাদারা বন্যার পানিতে হাবুডুবু খাবে আমার দেখব
    Total Reply(0) Reply
  • Md Sunny ৩ অক্টোবর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    আল্লাহর গজব নাযিল হয়েছে।।
    Total Reply(0) Reply
  • Amran Hosan Manik ৩ অক্টোবর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    এগুলো হচ্ছে আল্লাহ্ বিচার কারণ কাশ্মীর শান্তি বেবশ্তা করো তাহলে বিহার মানুষ বাচবে
    Total Reply(0) Reply
  • শাওন প্রধান ৩ অক্টোবর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    কারো মৃত্যু কামনা করাটা ঠিক না। ঠিক না কারো মৃত্যুতে আনন্দ পাওয়া।হোক না সে অমুসলিম।মানুষ তো আমরা সবাই।নবীজীর জীবনে একটা ঘটনাও নেই যেখানে তিনি অমুসিমদের ঘৃণা করেছেন বা তাদের লাঞ্চিত করেছেন।তিনি এমন বিনয় দেখিয়েছেন যেখানে তার ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ ইসলামকে ধর্ম হিসেবে গ্রহন করেছে।
    Total Reply(0) Reply
  • Prince Al-Amin ৩ অক্টোবর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    আমাদেশে একটা ফারাক্কা বাধ করা উছিত ভারত কে উছিত শিক্ষা দেওয়ার জন্য। আমাদের প্রজন হলে আমরা আসতে দিবো আর না হলে নাই।
    Total Reply(0) Reply
  • Delowar Shobuz ৩ অক্টোবর, ২০১৯, ১:২৫ এএম says : 0
    Every action there is an equal and opsit reaction.
    Total Reply(0) Reply
  • Shamaun Iqbal Shamun ৩ অক্টোবর, ২০১৯, ১:২৫ এএম says : 0
    অন্যের জন্য কুয়া খুঁড়লে একদিন নিজেদেরকেই সেই কুয়ায় পড়তে হয়! প্রকৃতির প্রতিশোধ বড়োই নির্মম!!
    Total Reply(0) Reply
  • Nazmul Huda Akash ৩ অক্টোবর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    বিহারের মন্তীরা দেশের ভাল চাই তাই যখন যেটা দরকার সেটা করে কিন্তু আমাদের নেতারা বেশি দেশপ্রেমিক তাই এতো ক্ষতির পরও কার ও মুখে কোন কথা নাই সবাই মুখে কুলুপ দিয়া আছে।আর কয়দিন পর কেউ আবার না বলা বসে যে ভারতের পানির জন্য আমরা ইলিশ চাষ করতে পারছি।
    Total Reply(0) Reply
  • Nazmul Huda Akash ৩ অক্টোবর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    বিহারের মন্তীরা দেশের ভাল চাই তাই যখন যেটা দরকার সেটা করে কিন্তু আমাদের নেতারা বেশি দেশপ্রেমিক তাই এতো ক্ষতির পরও কার ও মুখে কোন কথা নাই সবাই মুখে কুলুপ দিয়া আছে।আর কয়দিন পর কেউ আবার না বলা বসে যে ভারতের পানির জন্য আমরা ইলিশ চাষ করতে পারছি।
    Total Reply(0) Reply
  • Nazmul Huda Akash ৩ অক্টোবর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    বিহারের মন্তীরা দেশের ভাল চাই তাই যখন যেটা দরকার সেটা করে কিন্তু আমাদের নেতারা বেশি দেশপ্রেমিক তাই এতো ক্ষতির পরও কার ও মুখে কোন কথা নাই সবাই মুখে কুলুপ দিয়া আছে।আর কয়দিন পর কেউ আবার না বলা বসে যে ভারতের পানির জন্য আমরা ইলিশ চাষ করতে পারছি।
    Total Reply(0) Reply
  • Anisur Rahaman ৩ অক্টোবর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    যে সকল আন্তর্জাতিক নদী ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে ঐ সব নদীর বাঁধ ভেঙে দেয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ