Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ৮:৩১ পিএম

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মর্যাদা পেয়েছে। গত রোববার ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে লাল-সবুজরা জিতেছে ৪-১ ব্যবধানে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটা শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলা টিভি সরাসরি সম্প্রচার করবে খেলা। এ ম্যাচেও জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ। অন্যদিকে ভুটানের লক্ষ্য অন্তত এক জয় নিয়ে দেশে ফেরা। তবে ম্যাচকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জেমি ডে জানান, ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান তিনি। জেমি বলেন, ‘দ্বিতীয় ম্যাচেও আমাদের লক্ষ্য জয়। প্রথম ম্যাচে যেভাবে খেলেছি বৃহস্পতিবারও সেই পরিকল্পনা নিয়ে মাঠে নামব। আবহাওয়া যদি ভাল থাকে, আমি মনে করি দল আরো ভাল খেলবে। জিততে পারলে অবশ্যই র‌্যাঙ্কিংয়ে কিছু পয়েন্ট যোগ হবে। সেটা আমাদের জন্য ভাল দিক। আর ভুটানের বিপক্ষে ম্যাচটি মূলত কাতার ম্যাচের প্রস্তুতি। তাই আত্ম বিশ্বাস বাড়ানোর জন্য শেষ ম্যাচেও আমাদের লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া।’

কাতার বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে লাওস এবং দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে খেলতে পারবেন না রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। তাই আজকের ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভ‚ইয়া। তিনি বলেন, ‘প্রস্তুতি ভালই হচ্ছে। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে দু’একটি ছাড়া বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আমাদের প্রত্যাশা জয়।’ ফরোয়ার্ডরা গোল পাওয়ায় সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তার কথায়, ‘প্রথম ম্যাচে জীবন গোল পেয়েছেন। দীর্ঘদিন পর বাংলাদেশের স্ট্রাইকাররা গোল পেয়েছে, এটা অবশই পজিটিভ দিক। আর অনেক দিন পর এক ম্যাচে আমরা চার গোল করেছি। আমি মনে করি সবকিছু মিলিয়ে কোচ খুশি। তবে আরো উন্নতি করতে হবে এবং আরো বড় ব্যবধানে জিততে হবে।’

অন্যদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটান কোচ পেমা জানান, প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়ের নায়ক অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেন,‘বাংলাদেশের ফরোয়ার্ডরা খুবই ভাল। তবে মধ্যমাঠে আমি জামালকে হুমকি মনে করি। বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় সে। দারুন কিছু সুযোগ তৈরি করে দিয়েছিল আগের ম্যাচে। বাংলাদেশ যে গোলগুলো করেছে, তার অন্যতম কারিগর এই জামাল। তবে দ্বিতীয় ম্যাচে আমার দল আক্রমণাতœক ফুটবল উপহার দিয়ে জয় তুলে নিতে চেষ্টা করবে।’ প্রথম ম্যাচে হারের পর ভুটানী কোচ পেমা ভেজা মাঠকেই দায়ী করেছিলেন। তাই কৃত্রিম টার্ফে খেলে অভ্যস্ত ভুটান চাইছে বৃহস্পতিবার যাতে বৃষ্টি না হয়। তার কথা, ‘যদি বৃহস্পতিবার বৃষ্টি না হয়, তাহলে ম্যাচটি ভিন্নরকম হবে। বাংলাদেশ ভাল দল, তবে আমরাও খারাপ নই। এই ম্যাচটি আমাদের জন্য মান রক্ষার। অবশ্যই দ্বিতীয় ম্যাচটি আমরা জিততে চাই। প্রথমটি হেরেছি, তাই এখন অন্তত এক জয় নিয়ে দেশে ফিরতে চাই।’

কোচের মতো ভুটানের অধিনায়ক চেনচো’ও জামালের প্রশংসায় পঞ্চমুখ, ‘জামাল দলকে ভাল নেতৃত্ব দিচ্ছে। মাঠের পারফরম্যান্সেও সে ভাল।’ তিনি আরো বলেন,‘আমরা হারের বৃত্তে থাকতে চাইনা। দ্বিতীয় ম্যাচে জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’

ভুটান কোচ ও অধিনায়কের মুখে জামালের প্রশংসা শুনে আন্দাজ করা গেছে, এ ম্যাচে বাংলাদেশ অধিনায়ককে আটকানোর দিকেই বেশি নজর দিকে ভুটান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ