Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মেয়র সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ৪:৪০ পিএম

সরকারের বেঁধে দেওয়া দামে পেঁয়াজ বিক্রি করতে হবে। কেউ যদি ক্রেতার কাছ থেকে দাম বেশি নেয় তাহলে ভ্রাম্যমাণ আদালত আজ থেকে দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান পরিচালনা করবেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এভাবেই পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শনকালে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। মেয়র বলেন, ‘নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। তবে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি থাকলেও অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কোনো পাইকারি ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করে দেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র সাঈদ খোকন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ