পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পরিচ্ছন্ন নগরী গড়তে ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৫০ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমপরিমাণ ভাতা দাবি করেছেন মেয়রের কাছে।
গতকাল সোমবার দুপুরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ মাহফিলের পাশাপাশি ডিএসসিসির আওতাভুক্ত সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সেখানে তারা এ দাবি ও সহযোগিতা কামনা করেন।
এসময় সাঈদ খোকন বলেন, হাজারো সমস্যায় জর্জরিত আমাদের এ শহর। এই শহরে আগে শতকরা ১০ ভাগ সড়ক বাতি জ্বলত না। আজ সারা ঢাকা এলইডি বাতিতে আলোকিত। রাস্তাঘাট অনেক উন্নত। মাত্র দুই বছরের প্রচেষ্টা নগরীর এ পরিবর্তন এনেছি। তিনি আরও বলেন, কিছুদিন আগে চিকুনগুনিয়া দেখা দিয়েছিল। তখন আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। দোয়ার সঙ্গে সঙ্গে আপনারা জুমার খুতবাসহ নামাজ শেষে নগরবাসীকে সচেতন করেছেন। কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা পেয়েছি।
ইমামদের উদ্দেশে মেয়র আরও বলেন, আপনারা মসজিদে বয়ান দেওয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। এই নগর সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
মেয়র বলেন, আমি বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। আমার বাবা কেমন মানুষ ছিলেন তা আপনারা ভালো জানেন। বাবা সবসময় আলেম-ওলামাদের সম্মান ও শ্রদ্ধা করতেন। বাসায় ভালো কিছু তৈরি হলে পাশের মসজিদের ইমাম ও এতিমখানার জন্য পাঠিয়ে দিতেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দীর্ঘায়ু দান করেন।
এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহŸান জানান। জবাবে মেয়র বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের বাইরে। তবে মসজিদের নামে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোয় আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে ট্যাক্স নির্ধারণ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব সাহাবুদ্দিন খান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী সরদার, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবউদ্দীন আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।