মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল মঙ্গলবার ভারতের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি সবার সামনে সব শরণার্থীকে আশ্বস্ত করছি, যারা এ দেশে চলে এসেছেন, তাদের কাউকে ভারত ছাড়তে বাধ্য করা হবে না। গতকাল তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জনসভায় তিনি এ কথা বলেন।
এনআরসি নিয়ে তৃণমূল যা বলছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন অমিত শাহ। তিনি বলেন, এ মিথ্যাটা ছড়ানো হচ্ছে বাংলার মানুষকে উস্কে দেয়ার জন্য।
তিনি আরও বলেন, এনআরসি তৈরি করার আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনছে ভারত সরকার। ভারতে যত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসেছেন, তাদের সবাইকে নাগরিকত্ব দিয়ে দেয়া হবে।
বাংলার বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে এনআরসির বিষয়ে বোঝাতে হবে। কোনও হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানকে ভারত ছেড়ে যেতে হবে না, সবাইকে নাগরিকত্ব দেয়া হবে, তার পরে এনআরসি হবে।
অবশ্য ‘অনুপ্রবেশকারী’তত্তে¡ অটল থেকেছেন অমিত শাহ। তিনি বলেন, কোনও শরণার্থীকে যেতে হবে না কিন্তু একটাও অনুপ্রবেশকারীকে ভারতের মাটিতে আমরা থাকতে দেব না। দেশের সুরক্ষার জন্যই অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার।
সভায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে যারা ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের ‘প্ররোচিত’ করার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
এর আগেও রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ একাধিকবার এনআরসি বিষয়ে জানিয়েছে, কোন হিন্দুকে এদেশ থেকে তাড়ানো হবে না।
এদিকে তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস এনআরসির বিরোধিতায় সরব হয়েছে। এনআরসি বাঙালি বিরোধী পদক্ষেপ এমন ব্যাখ্যাও দেয়ার চেষ্টা করেছেন তৃণমূলের কেউ কেউ।
সূত্র: আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।