Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে নেপালে স্পিকারের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৬:৩৬ পিএম

নেপালের সংসদের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন৷

নেপালের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এবং মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রধান আলোচক মাহারার বিরুদ্ধে এক সরকারি কর্মচারী ধর্ষণের অভিযোগ আনেন৷ রোববার রাতে স্বামী যখন ঘরে ছিলেন না তখন মাহারা তাকে ধর্ষণ করেন বলে ঐ নারী অভিযোগ করেছেন৷

তবে মাহারার কার্যালয় এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ তার চরিত্র হনন করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ রোববার বিকালে মাহারা মাত্র দুই ঘণ্টার জন্য সরকারি বাসভবনের বাইরে ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷ এছাড়া রবিবার সন্ধ্যায় মাহারা ঘরেই ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়, অভিযোগ করা ঐ নারী মাহারার কার্যালয়ে চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন৷ এদিকে, পদত্যাগপত্রে মাহারা জানিয়েছেন, অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷

২০১৭ সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টি বেশি আসনে জয়লাভের পর স্পিকার নির্বাচিত হন মাহারা৷ এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহে সক্রিয় ছিলেন মাহারা৷ সূত্র: ডয়চে ভেলে।



 

Show all comments
  • Marquita ১৭ অক্টোবর, ২০১৯, ৭:৩৪ পিএম says : 0
    buy erectile dysfunction pills erectile pills without a doctor prescription best erectile dysfunction medication
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ