Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পাড়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি

দোহার (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৬ পিএম

ঢাকার দোহারে উপজেলায় জয়পাড়া বাজারে চারটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিনগত রাতে এ ডাকাতি ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া স্বর্ণের দোকানগুলো হচ্ছে- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন ‘পবিত্র অলংকার নিকেতন’, হাজী ইসমাইল হোসেনের ‘হাজী অলংকার বিতান’, অখিল পালের ‘শশধর অলংকার নিকেতন’ ও স্বাধীন অলংকার।
স্থানীয়রা জানান, গতকাল রোববার দিনগত রাত সোয়া ১টার দিকে বাজারের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রেরমুখে জিম্মি করে ওই চার দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কয়েকজনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। পরে দোকানের ভেতরে থাকা সিন্ধুক ভেঙে অন্তত ৪০/৪৫ ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে তারা। এসময় টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে বাজারে ডাকাত ঢোকার খবর ঘোষণা করলে বোমা বিস্ফোরণ করে স্পিডবোটে করে পালিয়ে যায় ডাকাত দল।
দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লুট হওয়া মালামালসহ পালিয়ে যাওয়া ডাকাত দলকে ধরতে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ