Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌযানে ডাকাতি রুখতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতকবাজার ঘাটে আশ্রিত নৌযানগুলোতে প্রায় প্রতিরাতে ডাকাতি হচ্ছে। ডাকাত দল জোর করে নৌযানে ঢুকে নৌযানচালকদের হাত, পা বেঁধে এবং চোখ ঢেকে দেয়। তারপর হাতের কাছে বাঁশ, লাঠি যা পায় তা দিয়েই চালকদের মারপিট করে আর তাদের আসল উদ্দেশ্য হাসিল করে। নৌকার ট্রাংক ও অন্যান্য জায়গায় লুকানো টাকা-পয়সা, প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং ব্যবহার করা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমনকি রান্না করার চুলা ও চালকদের পোশাক পর্যন্ত লুটে নেয়। মজার ব্যপার হচ্ছে, ছাতক নৌপুলিশ ফাঁড়ি এবং ছাতক থানা পুলিশ কার্যালয়ের ঘাটের দৃশ্যও অভিন্ন। সেখানে আশ্রিত নৌযানগুলোও নিস্তার পায় না এসব ডাকাতদের হাত থেকে। তারপরেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না। লাগামহীন নৈশডাকাতির কারণে নৌচালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং শারীরিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই লাগামহীন এই নৈশডাকাতির কবল থেকে নৌযানচালকদের রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ করছি।

মো. তারিকুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌযানে ডাকাতি রুখতে হবে
আরও পড়ুন