বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতিমাবংকী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত বাবুল হোসেন নয়ন ওই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়।প্রসঙ্গত: গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার প্রতীমাবংকী গ্রামের গোল্ডেন লাইফ কিন্ডার গার্ডেনে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী প্রতিমাবংকী বাজারের পূর্বপাশে তুলাতলা ব্রিজের কাছে এসে পৌঁছলে প্রতিবেশী মৃত শাহজাহান আলীর ছেলে বাবুল হোসেন নয়ন তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে ওঠিয়ে নেয়। পরে ওই মেয়েটিকে কক্সবাজার নিয়ে এক হোটেলে চারদিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।২৫ সেপ্টেম্বর সকালে বাবুল হোসেন নয়ন মেয়েটিকে টাঙ্গাইল ডিসি পার্কে একাকী ফেরে রেখে নয়ন কৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে মুঠোফোনে বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে ধর্ষক বাবুল হোসেন নয়নসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এএইচ এম লুৎফুল কবীর বলেন- অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।