মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হিজাব, আবায়া ও নিকাব পরবেন কিনা তা স্পষ্ট করে বলেন, নারীদের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমান করে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের নারীদের ঐতিহ্যবাহী কালো আবায়া পরার দরকার নেই, আবায়ার মধ্যে হিজাব বা নিকাবও পরে। মঙ্গলবার খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
শরিয়া আইন অনুসারে পুরুষদের মতো নারীদেরও সজ্জিত পোশাক পরিধান করা উচিত, তবে এর অর্থ এই নয় যে তাদের কালো আবায়া পরিধান করতেই হবে। মাথা মুখ চাদর দিয়ে ঢেকে চলতে হবে। তাদের কী ধরনের সুন্দর পোশাক পরা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত তারা নিজেরাই নিবে।
সাম্প্রতিক বছরগুলিতে, সৌদি আরবের নারীরা রঙিন আবায়া, হালকা নীল বা গোলাপী শেড পরতে শুরু করেছেন, যা প্রচলিত কালো পোশাকের বিপরীত। লম্বা স্কার্ট বা জিন্সের তুলনায় অনাবৃত। এগুলো জনপ্রিয় হয়ে ওঠছে সৌদিতে।
সউদী শহর জেদ্দায় একদল নারী তাদের সদ্য অর্জিত স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসও উদযাপন করেছেন সম্প্রতি। সূত্র: খালিজ টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।