Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০০ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়ী (ভেজালের বাড়ী)তে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সংগঠিত আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর। বৃহস্পতিবার সকাল ৮টায় একই বাড়ীর দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
দিনমজুর বাহার মিয়া জানান, সকাল ৭টায় হটাৎ তার ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরন হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই পাশ্ববর্তি ঘরগুলোতে আগুন লেগে যায়। আগুনে পাশ্ববর্তি দিনমজুর বাবুল মিয়ার ব্যবসার কাজে ঘরে রাখা নগদ ১লক্ষ টাকাসহ কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিক্সাচালক রাছেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালালেও মুহুর্তের মধ্যে ৯টি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ এছহাক জানান, মোবাইলে খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনায় বাড়ীর অন্য ঘরগুলো রক্ষা পেয়েছে।
মানবাধিকার কর্মী মোঃ সোহাগ জানান, আগুন লাগার সাথে সাথে আমরা ৯৯৯ এ কল দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছি।
ইউপি সদস্য শাহ আলম ও শাহাব উদ্দিন জানান, এত ভোরবেলায় আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। উক্ত বসতঘর গুলোসহ প্রায় ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মোঃ হুমায়ুন রশিদ জানান, আমি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। আমাকে কেউ জানায়নি। তবে আমি মিটিং শেষে ঘটনাস্থলে যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ