Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৩৮ পিএম

সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হলো ভুটান। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পরস্পরের মোকাবেলা করবে দুই দেশ। নেপালের স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-ভুটান ম্যাচটি। একই দিন বিকেলে ৩টায় শেষ চারের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে মালদ্বীপ।

এর আগে বুধবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারায়। ফলে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট, হেড টু হেড এবং গোলগড় সমান হয়ে যায়। পরে ম্যাচ কমিশনার লটারির মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করেন। লটারিতে ভারতীয়রা গ্রুপ চ্যাম্পিয়ন হলে, বাংলাদেশ হয় রানার্সআপ। ‘এ’ গ্রুপের সেরা ভুটান এবং রানার্সআপ মালদ্বীপ। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক নেপাল এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। তারা ‘এ’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারে ভুটানের বিপক্ষে। এদিকে গ্রুপ ম্যাচে লঙ্কানদের ৩-০ গোলে হারিয়ে পরেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে বাংলাদেশ।

২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। এটা টুর্নামেন্টের তৃতীয় আসর। এবার নেপাল বাদ পড়ায় নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ