মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যৌথ সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বৃটিশ প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, দেশের পরিস্থিতিতে পদত্যাগ করবেন কিনা বরিস জনসন। এমন প্রশ্নকে ‘ন্যাস্টি’ (জঘন্য) আখ্যায়িত করে ওই সাংবাদিকের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, আমেরিকান মহান সাংবাদিকের পক্ষ থেকে এটা ছিল একটি অত্যন্ত ‘ন্যাস্টি’ প্রশ্ন। তবে প্রশ্নের জবাবে বরিস জনসন বলেছেন, আমি আগেও বলেছি। চলুন আবারো পরিষ্কার করে বলি। দেশের বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তারা যা বলেছেন তার সঙ্গে জোরালোভাবে আমি দ্বিমত পোষণ করি।
আমি মনে করি রানীর বক্তব্যের মধ্য দিয়ে অগ্রসর হওয়াটা যথার্থ ছিল। খোলামেলাভাবে বলছি, আমাদেরকে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে। আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে আমাদেরকে তা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।