মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটিক দলীয় স্পীকার ন্যান্সি পেলসি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসন বিষয়ে এবং তিনি যে ২০২০ সালে পুননির্বাচনের জন্য একটি বিদেশি সরকারের সাহায্য চেয়েছেন, এই অভিযোগের তদন্তের কথা ঘোষণা করেছেন।
প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটিক নেতাদের সঙ্গে ক্যাপিটল হিলে শলাপরামর্শের জন্য মিলিত হবার পর পেলসি এই ঘোষণা করেন। এরই মধ্যে ডেমক্র্যাটিক দলের একাধিক বিধায়ক, যারা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার পক্ষে তাদের সংখ্যা মঙ্গলবার ক্রমশই বেড়ে চলেছে।
পেলসি বলেন, পেসিডেন্ট আজ পর্যন্ত যা করেছেন তাতে গুরুতরভাবে সংবিধান লংঘন করা হয়েছে। তিনি বলেন প্রেসিডেন্টকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
বেশ কয়েক মাস ধরেই পেলসি ট্রাম্পের বিরুদ্ধে আগেকার অভিযোগ যেমন বিশেষ কৌঁসুলি রবার্ট মূলারের রিপোর্ট থেকে বিচারে বাধা দেওয়া সম্পকে আনুষ্ঠানিক ভাবে অভিশংসনের ব্যাপারে তদন্ত শুরু করার বিষয়টি ঠেকিয়ে রেখেছিলেন।
তবে এ রকম খবর যে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ডেমক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থি এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন যে ইউক্রনের একটি গ্যাস কোম্পানিতে উচ্চ বেতনে কাজ করতেন সে বিষয়ে তদন্ত করতে বলায়, ট্রাম্পের অভিশংসন সম্পর্কে, পেলসির উপর চাপ বৃদ্ধি পায়।
২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্টের পদে প্রতিদ্বন্ধিতার ব্যাপারে মনোনয়ন প্রার্থিদের মধ্যে বাইডেন সবার আগে রয়েছেন এবং তিনিই হতে পারেন ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্ধী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।