Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৭ পিএম

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের কাছে বিমান বাহিনীর ১টি যুদ্ধবিমান মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে। সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই বিমানে থাকা দু'জন পাইলটই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিগ-২১ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। ওই বিমানে দু'জন পাইলট ছিলেন। তারা দু'জনেই অল্পের জন্য বেঁচে গেছেন।

ওই বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। পরে এটি রানওয়ের কাছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।
২০১৯ সালের জুনে এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ২৭টি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ১৫টি ফাইটার জেট এবং অন্যগুলো হেলিকপ্টার।



 

Show all comments
  • hasir khurak ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৩ পিএম says : 0
    কোনো বক্তব্য না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ