Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান-মোদি এক টেবিলে বসবেন : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ পিএম

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি, দুই ভদ্রলোক (ইমরান খান এবং নরেন্দ্র মোদি) যখন তারা একে অপরকে বুঝতে পারবেন, তখনই তারা এক টেবিলে বসবেন। সেই বৈঠক থেকে অনেক ভাল কিছু হবে বলে আমি মনে করি।

কাশ্মীর ইস্যুতে বৈরিতা বেড়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে পাকিস্তান।

পাকিস্তানের মাটিতে জঙ্গিদের থাকা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসনের রিপোর্ট ও ইসলামাবাদের দিকে তার বার্তা নিয়ে প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি পাকিস্তানকে কোনো বার্তা দেব না, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এটা করতে হবে। তিনি (মোদি) খুব ভালোভাবেই সেটা করেছেন। আমি নিশ্চিত মোদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ