প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া বাংলাদেশের ছেলে নোবেলের এখন ব্যস্ত সময় কাটছে। দেশের বাহিরে থাকা প্রবাসী ভক্তদের জন্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে পনেরো থেকে ষোলটি কনসার্ট করবেন নোবেল। এরইমধ্যে টেক্সাস, অ্যারিজোনা, ওয়াশিংটন ডিসি, নর্থ মিয়ামি বিচ, নিউ ইয়র্ক সিটিতে কনসার্ট করে মাতিয়েছেন। সেখানকার নোবেল ভক্তরা নোবেলকে পেয়ে বেশ উচ্ছ¦সিত। কনসার্টের আয়োজকরাও বেশ খুশি ভক্তদের এমন সাড়া পেয়ে। কনসার্টের আগেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। জানা গেছে, সা রে গা মা পাতে গাওয়া জনপ্রিয় গানগুলোই পরিবেশন করছেন নোবেল। এদিকে নিউইয়র্কের একটি প্রেস কনফারেন্সে সাম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়া একটি প্রশ্নের উত্তর দেন তিনি,নোবেল বলেন, ‘জাতীয় সংগীত নিয়ে আমি যে মন্তব্য করেছি সেটি আসলে অনেকেই অন্য অর্থে বুজেছে, তবে কোনভাবেই আমি জাতীয় সংগীতের বিরুদ্ধে কোন কথা বলিনি। আমি কখনোই জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলিনি। আমি নিজেও আমার দেশের জাতীয় সংগীতের ভক্ত।’ মিসিগান, সান ফ্রিসকো, লস অ্যাঞ্জেলসহ আরও বেশ কিছু জায়গার প্রবাসী ভক্তদের মাতিয়ে নভেম্বরের প্রথমের দিকে দেশে ফিরবেন নোবেল। দেশে ফিরে নতুন গানে মন দেবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার লক্ষ্য নিয়মিত গান করে যাওয়া। মিউজিকই আমার ধ্যানজ্ঞান। আমি ভক্তসহ সবার দোয়া ও ভালোবাসা চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।