Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচ ছাড়াই শুরু হচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৬ পিএম

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ঘরের মাঠে কাতার ও কোলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। এদিন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলাররা দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কাছে রিপোর্ট করবেন। কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ঘোষিত হয়েছে বাংলাদেশ দলের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড।

তবে দলের ব্রিটিশ কোচ জেমি ডে’কে ছাড়াই শুরু হচ্ছে আবাসিক ক্যাম্প। কোচ বর্তমানে ছুটি কাটাচ্ছেন নিজ দেশে। গেল ১০ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের দোশানবেতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারে আফগানিস্তারে বিপক্ষে। ওই ম্যাচ শেষে ঢাকায় ফিরে ছুটিতে যান জেমি ডে। এখন পর্যন্ত তিনি ফেরেননি। বুধবার ক্যাম্প শুরু হলেও বৃহস্পতিবার জামাল ভূঁইয়াদের অনুশীলন শুরু হওয়ার কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে ওই দিনই দলের সঙ্গে যোগ দিতে পারেন কোচ জেমি।

কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানদের বিপক্ষে হারের প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। গত ১৯ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৮২তম স্থান থেকে পাঁচ ধাপ পিছিয়ে ১৮৭তম স্থানে নেমে গেছে লাল-সবুজরা। আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়া বাহিনী মোকাবেলা করবে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে। এর পাঁচদিন ১৫ অক্টোবর কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ দুই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখেই কোচ জেমি ডে ছুটিতে যাওয়ার আগেই প্রাথমিক দলের ২৬ ফুটবলারকে নির্বাচিত করে গেছেন।

এরা হলেন- গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও পাপ্পু আহমেদ।

রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত এবং এস এম মঞ্জুরুর রহমান।

মধ্যমাঠ: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম সবুজ।

আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই কঠিন প্রতিপক্ষকে মোকাবেলার আগে বাফুফের কাছে দু’টি প্রস্তুতি ম্যাচের চাহিদা জানিয়েছিলেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ। ওই দু’ম্যাচের জন্য ভুটানকে রাজি করিয়েছে বাফুফে। দু’টি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে ২৯ সেপ্টেম্বর প্রথম ও ৩ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচ দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মর্যাদা পাবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ চেয়ে এগিয়ে গেছে ভুটান। বাংলাদেশ যেখানে রয়েছে ১৮৭তম স্থানে। সেখানে ভুটান আছে ১৮৫তম অবস্থানে। এছাড়াও ভুটানের কাছে হেরে একবার বিপর্যয়ের মুখেও পড়েছিলো লাল-সবুজরা। তাই ভুটানকেও এখন সহজ প্রতিপক্ষ বলা যায় না। তাদের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ উপকারে আসবে বলেই মনে করে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। তাই তারা কাতার-ভারত ম্যাচের আগে প্রস্তুতির জন্য ভুটানকে বেছে নিয়েছে।

কাতার ও ভারত ম্যাচের পর প্রায় মাস খানেক সময় পাবেন ফুটবলাররা। কারণ এ দুই ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচটি ১৪ নভেম্বর। যে ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ ওমান। ওমানের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর বাছাইয়ে চলতি বছর কোন ম্যাচ নেই বাংলাদেশের। ২০২০ সালে ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচ খেলবে লাল-সবুজরা। ৩১ মার্চ কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ৪ জুন ভারতের বিপক্ষে হোম ম্যাচ শেষে আগামী বছরের ৯ জুন ওমানের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ বাছাই মিশন শেষ করবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ