Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজও উত্তরায় ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:১০ পিএম

রাজধানীর উত্তরায় ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদে আজও অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরার ৭নং সেক্টরে এ অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন।

উত্তরা সাইদ গ্রান্ড সেন্টারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে ৭নং সেক্টরের ওভার ব্রিজসংলগ্ন এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় ফুটপাতের ওপর নির্মিত গোল্ডেন বিরিয়ানির ক্যাফের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয়া হয়। এ ছাড়া আরও শতাধিক টঙ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টঙ দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আজও উত্তরায় ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদে আজও অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরার ৭নং সেক্টরে এ অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন।

উত্তরা সাইদ গ্রান্ড সেন্টারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে ৭নং সেক্টরের ওভার ব্রিজসংলগ্ন এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় ফুটপাতের ওপর নির্মিত গোল্ডেন বিরিয়ানির ক্যাফের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয়া হয়। এ ছাড়া আরও শতাধিক টঙ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টঙ দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

১৮ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ