পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে দেয়া চার্জশিটকে ‘মনগড়া উপন্যাস’ বলে আখ্যায়িত করেছেন তার আইনজীবী জেড আই খান পান্না।
গতকাল রোববার মিন্নি বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে সুপ্রিম কোর্ট বারে আসেন তার আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে। এ সময় অ্যাডভোকেট জেড আই খান পান্না নিজকক্ষে সাংবাদিকদের উদ্দেশে উপরোক্ত মন্তব্য করেন।
মিন্নির সাক্ষাতের উদ্দেশ্য জানতে চাইলে জেড আই খান পান্না বলেন, চিকিৎসকের পরামর্শের বিষয় রয়েছে। আইনজীবীর সাথে পরামর্শের বিষয় আছে। চার্জশিট সম্পর্কে তার আইনজীবী বলেন, মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেয়ার লক্ষ্যে এ ধরনের কারবার করা হয়েছে। এ চার্জশিট জজ মিয়া এবং জাহালমের আরেকটা সংস্করণ ছাড়া আর কিছুই নয়। ১৬৪ ধারার যে জবানবন্দি, আমি তা কোর্টে বসেই দেখেছি।
আপিল বিভাগের চেম্বার জজ আদালত যখন আমাদের দেখতে দিয়েছিলেন, তখন এক নজর দেখেছি। সেটাও একটা উপন্যাস। এটি প্রত্যাহারের আবেদন করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, মিন্নি কারাগারে থেকেই প্রত্যাহারের আবেদন করেছেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, রিমান্ডে মিন্নিকে নির্যাতন করা হয়েছে। তার হাঁটুতে ব্যথা। তার জয়েন্টে জয়েন্টে ব্যথা। এ কারণে তাকে চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে এসেছি।
তিনি বলেন, রিমান্ডের সময় পুলিশ ওর মাথায় পিস্তল ধরেছে। নির্যাতন করেছে। ভয়ভীতি দেখিয়েছে। এরপর থেকেই ও বিষন্নতায় ভুগছে। এর আগে গতকাল সকালে মিন্নি তার বাবাসহ সুপ্রিম কোর্ট বারে আসেন। আগের দিন বরগুনা থেকে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান প্রত্যক্ষদর্শী ও সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে এ মামলায় আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের কথা বলে পরবর্তীকালে তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট থেকে শর্তযুক্ত জামিনে রয়েছেন। অন্যদিকে মিন্নিকে আসামি করে রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।