নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা আবাহনীকে বিদায় করে ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে চট্টলার দলটি। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী টাইব্রেকারে ৫-৪ গোল ঢাকা আবাহনীকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ঢাকা আবাহনীর পক্ষে নাইমুর রহমান ইমন ও চট্টগ্রামের হয়ে রাসেল উদ্দিন একটি করে গোল করেন। রোববার দুই আবাহনীর লড়াইয়ে ঢাকা শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয়। চট্টগ্রাম আবাহনী পাল্টা আক্রমণে গেলে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। দু’দলই ম্যাচের প্রথমার্ধে গোল করার বেশ ক’টি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারলে গোলশূণ্য শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে লড়ে ঢাকা আবাহনী। তারা সফলও হয়। ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে নাইমুর রহমান ইমন গোল করে এগিয়ে নেন ঢাকা আবাহনীকে (১-০)। পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ঢাকার রক্ষণদূর্গে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পেতে ১৯ মিনিট অপেক্ষায় থাকতে হয় তাদের। অবশেষে গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৮৬ মিনিটে চট্টগ্রামের পক্ষে সমতাসূচক গোলটি করেন রাসেল উদ্দিন (১-১)। অমিমাংসিতভাবে ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোন দল গোল না পাওয়ায় টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে জয় হয় চট্টগ্রাম আবাহনীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।