Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় মুখোমুখি সংঘর্ষে ডুবে গেল ২ স্পিডবোট, আহত ৩

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৮ পিএম

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মুখোমুখি সংঘর্ষে দুই স্পিডবোট পদ্মায় তলিয়ে গেছে। এতে তিন যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চায়না চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবচরের মাদবরেরচর এলাকার হাবিবুর রহমান (২২), ফাতেমা আক্তার (২০) ও মোশাররফ হোসেন (২৭)। তারা কাঁঠালবাড়ীঘাট থেকে স্পিডবোটে করে শিমুলিয়া যাচ্ছিলেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে হান্নান মিয়ার মালিকানাধীন একটি স্পিডবোট ২৫ যাত্রী নিয়ে শিবচরের কাঁঠালবাড়ীঘাটের উদ্দেশে ছেড়ে আসে। অপরদিকে কাঁঠালবাড়ীঘাট থেকে খলিলুর রহমানের মালিকানাধীন স্পিডবোট ১৯ যাত্রী নিয়ে শিমুলিয়া যাচ্ছিল।

সকাল পৌনে ১০টার দিকে চায়না চ্যানেলে প্রবেশ করলে স্পিডবোট দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বোটই ডুবে যায়। গুরুতর আহত হন তিন যাত্রী। ঘটনার পর পরই অন্যান্য স্পিডবোট ও ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে। তবে কোনো যাত্রী নিখোঁজ নেই বলে কাঁঠালবাড়ীঘাটের নৌপুলিশ ফাঁড়ি জানিয়েছে।

নৌপুলিশের একটি সূত্র জানায়, চ্যানেল মুখে ড্রেজারের পাইপের কারণে স্পিডবোট দুটি একপাশে চেপে আসতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, উভয় ঘাট থেকে ছেড়ে আসা দুটি বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ নিখোঁজ নেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ