Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বপ্নের পদ্মাসেতু

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০২ এএম

শত বাধা আর হাজারো দেশ-বিদেশি ষড়যন্ত্র, চক্রান্ত অতিক্রম করে, দেশের নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতুর কাজ সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এই পদ্মাসেতুর ফলে পদ্মার দুই পাড়ের মানুষের মাঝে দূরত্ব অনেক কমে গেছে। বাংলাদেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এ সেতু। দেশের মোট জিডিপিতে ভূমিকা রাখতে সক্ষম আমাদের পদ্মাসেতু। এই সেতুর কল্যাণে মানুষের দৈনন্দিন যাতায়াত কষ্ট পুরোপুরি লাঘব হবে। পদ্মাসেতু শুধু একটি নাম নয়, এটি বাংলাদেশের এক উজ্জ্বল ইতিহাস। যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। আমাদের স্বপ্নের পদ্মাসেতু, যিনি বাস্তবে রূপ দিয়েছেন, যিনি শুধু দেশ ও মানুষের কল্যাণের কথা ভেবে পদ্মাসেতু জয়ের সাহস দেখিয়েছেন, তিনি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্নের পদ্মাসেতু
আরও পড়ুন