Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১, আহত ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ২:১২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোলার লাইট স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার বাঘানগর নামক স্থানে।

নিহতের নাম সুমন (২৫)। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগাদী কান্দাপাড়া গ্রামের মৃত সাদু মিয়ার পুত্র।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় সুমনসহ তার সহকর্মী একই গ্রামের রেজাউল করিমের ছেলে ইব্রাহীম (২৬) ও নোয়াপাড়া গ্রমের সেলিম (২৫) বাঘানগর গ্রামের পাশে রাস্তায় সাইফ পাওয়ার টেক কোম্পানির সোলার লাইট স্থাপন করছিল। এ সময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে সোলার লাইটের স্পর্শ লাগলে তিনজনই গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সুমনের স্বজনদের কান্নায় ভাড়ী হয়ে উঠেছে হাসপাতাল এলাকার বাতাস। শত শত লোক জড়ো হয়ে তাদেরকে শান্তনা দিচ্ছেন।

ঘটনা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন বলেন, তাৎক্ষনিক ভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও সোলারের কোম্পানি সাইফ পাওয়ার টেক এর সাথে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ