Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেয়ার ছোড়াছুড়ি, কমিটি গঠনও হলো না

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৫ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন কেন্দ্র করে দুগ্রুপের চেয়ার ছোড়াছুড়ি ও মারপিটে দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমিটি গঠন পণ্ড হয়ে গেছে।

জানা যায়, বাঘা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে কালীদাসখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এ কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা শেষে সভাপতি-সম্পাদকের নাম প্রস্তাব করতে বলা হয়।

এর কিছুক্ষণের মধ্যে দুগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও মারপিট শুরু হয়।

এতে বিএনপির সমর্থক কালীদাসখালী গ্রামের শফিউর রহমানের ছেলে শিবলী সাদিক (৩৩) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আবদুস সালাম (২৫) আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কমিটি গঠন পণ্ড হয়ে গেছে।

বাঘা পৌর বিএনপির আয়োজনে আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি গঠন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ