বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলার বাদী ছিদ্দিক হাওলাদারের এক হাত ও দুই পা ভেঙে দিয়েছে আসামিরা। মঙ্গলবার রাতে চাপলি বাজারে এ নির্মম ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাতেই চিকিৎসক দ্রæত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মহিপুর থানার পুলিশ গতকাল দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে মামলার এজাহারভুক্ত আসামি খায়ের (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে।
আহত ছিদ্দিক জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাপলি বাজারের ধুলাশ্বর ইউনিয়ন পরিষদের সামনে বসে তাকে রড ও ইট দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত মামলার আসামিরা সদ্য জেল থেকে বের হওয়া শাকিল, শাহ আলম, মামুন, রবিউলসহ কয়েক যুবক এ হামলা চালিয়েছে। তাকে মাটিতে ফেলে আসামিরা সারা শরীরে মারাত্মক জখম করে। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে ওই বাহিনীর সদস্যরা তাদের অস্ত্রের মুখে দূরে সরিয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।