প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী মাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খান পুনরায় নির্বাচন করবেন। নতুন খবর হলো, এবারের নির্বাচনে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা মৌসুমী। এ ব্যাপারে মৌসুমী বলেন, আমি একজন শিল্পী, শিল্পীরাই আমার আপনজন। সব সময়ই চেষ্টা করেছি তাদের পাশে থাকার, তাদের কল্যাণে কাজ করার। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করার। নির্বাচিত হলে সাংগঠনিকভাবে সবাইকে সাথে নিয়ে শিল্পীদের জন্য আরও বেশি কাজ করতে পারব। পদে থাকলে ভালভাবে কাজ করা যায়। তাছাড়া অনেকে চাচ্ছেন, আমি যেন সমিতির নেতৃত্বে আসি। তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। প্যানেলে কারা থাকবে তা পরে বিস্তারিত জানাব। এদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানির সভাপতি পদে নির্বাচন করার কথা ছিল। তিনি এ পদ থেকে সরে মৌসুমীকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না। পরবর্তীতে প্রার্থী হবো। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ মে সমিতির নির্বাচন হয়েছিল। ঐ নির্বাচনে মিশা-জায়েদ প্যানের বিজয়ী হয়। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল, গত ২৪ আগস্ট। এ তারিখে নির্বাচন হয়নি। এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে আমরা কোনো উৎসব করতে চাইনি। তাই নির্বাচন করা থেকে বিরত ছিলাম। চলতি মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আশা করছি, আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। জায়েদ খান জানান, গত বছরের মতো এবারও আমরা একই প্যানেল নিয়ে নির্বাচন করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।