বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের পূর্ব উলুয়াটী গ্রামে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে বসতঘর সহ গোয়াল ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
মেদনী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার নুরজাহান বেগম ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে জানান, পূর্ব উলুয়াটী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে কৃষক হারুন মিয়া ঘরে গভীর রাতে অগ্কিান্ড দেখে পরিবারের লোকজন ডাক-চিৎকার শুরু করে। খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে হারুন মিয়ার বসত ঘর, গোলাল ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ হারুণ মিয়ার ধারণা, গোয়াল ঘরে গরুর মশা তাড়ানোর জন্য দেয়া ধোয়া থেকে আগুন লেগেছে। অপরদিকে নেত্রকোনা ফায়ার স্টেশনের অফিসার আশেক আল মারুফ জানান, হারুন মিয়া তার বসত ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।