প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন পর্দার ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয় দক্ষতা মাধ্যমে তিনি ছোট পর্দার শীর্ষ নায়িকাদের তালিকায় অন্যতম স্থান দখল করেছেন। সম্প্রতি এই অভিনেত্রীর নামে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৪ সেকেন্ডের ওই অপ্রীতিকর ভিডিওটি প্রকাশ পেয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেহজাবিন। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছেন একটি স্ট্যাটাসও। ভক্তদের জানিয়েছেন আসল সত্য।
এদিকে ৩৪ সেকেন্ডের সেই ভিডিওটি অনুসন্ধান করে দেখা গেছে, ভিডিওটি একটি ভারতীয় পর্ণ ওয়েবসাইটের কিছু অংশ। বছর খানেক আগে ভারতের দিল্লিতে ভাইরাল হয়েছিল ভিডিওটি। সেই ভিডিও মাঝের কিছু অংশ কেটে ফেসবুকে মেহজাবিনের ভিডিও বলে প্রচার করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে মেহজাবিন মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন। মেহজাবির বলেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। প্রয়োজন হলে মামলাও করবো।’
এর আগে মেহজাবিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ সেপ্টেম্বর রাতেই এক স্ট্যাটাসে দিয়েছেন। স্ট্যাটাসে লিখেছেন, সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের প্রতি মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস না করার অনুরোধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।