Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৯ পিএম

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুহাম্মাদ নূরি উরসুবি বলেছেন, যুদ্ধকবলিত ফিলিস্তিনে বসবাসরত মজলুম মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার দেশের মূল লক্ষ্য। খবর আনাদুলু আরবি’র।

গতকাল মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় এই গণমাধ্যমের বরাতে ডেইলি সাবাহ আরবি জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি একটি শরণার্থী শিবিরে তুরস্কের সহযোগিতায় নির্মিত নারীদের একটি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কীমন্ত্রী একথা বলেন।

তিনি জানান, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের সঙ্গেই থাকবে এবং ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে তার দেশ। আর এজন্য সবচে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, ১৯৬৭ সালের ফিলিস্তিনের মূল সীমানাজুড়ে নতুন করে আলাদা ও স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মুহাম্মাদ নূরি উরসুবি বলেন, বিশ্বের নানাপ্রান্তে পীড়িত ও অত্যাচারিত মানুষের দ্বারে দ্বারে সাহায্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করে তুরস্ক। পৃথিবীর অন্তত ১৭০ টি দেশের অসহায় মানুষদেরকে তুরস্ক সাহায্য-সহযোগিতা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ