বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ের হান্নান (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে ধাসরাইয়ের জয়পুরা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সজাগ) নামের একটি এনজিওর পরিত্যক্ত ভবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হান্নান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে। হান্নান পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, জয়পুরা এলাকায় একটি ভবনের ভেতরে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহত হান্নানের লাশ উদ্ধার করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ বিষয়টি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।