বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মাসুদ পারভেজ ওরফে পারভেজ (৩৩)।
র্যাবের দাবি, নিহত মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় আটটি ডাকাতি, দুটি হত্যা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। তিনি উপজেলার বরমী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে র্যাব গোপন সংবাদে জানতে পারে।
পরে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা উপস্থিতি টের পেয়ে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।
র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে আক্রমণকারীরা পালিয়ে যায়। এ সময় সোহরাব হোসেন নামে র্যাবের একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় আটটি ডাকাতি, দুটি হত্যা এবং অস্ত্র আইনে একটিসহ মোট ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থলের আশপাশে থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শটগান ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।