Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া থেকে আরও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চায় মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রাশিয়ার কাছ থেকে সু-৩০ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এবং পরবর্তী প্রজন্মের ফাইটার মিগ-৩৫সহ আরো প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চায় মিয়ানমার সশস্ত্র বাহিনী। এ ব্যাপারে চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। মিয়ানমার সেনাবাহিনী তার জঙ্গিবিমান বহর নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি সু-৩০এসএম জঙ্গিবিমান কেনার জন্য ২০১৮ সালে ২০৪ মিলিয়ন ডলারের চুক্তি করে। এর আগে ২০১৫ সালে রাশিয়া থেকে ৬টি ইয়াক-১৩০ এডভান্সড জেট ট্রেইনার কেনা হয়। এগুলো তিন ব্যাচে ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারকে সরবরাহ করে রাশিয়া। মিয়ানমার বিমান বাহিনীর কাছে রাশিয়ার তৈরি মিগ-২৯ ফাইটার, এমআই-১৭ পরিবহন হেলিকপ্টার এবং এমআই-২৪ ও এমআই-৩৫ এ্যটাক হেলিকপ্টার রয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ