মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিবাদের অংশ হিসেবে জনগণের সামনে মাথা ন্যাড়া করছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের রাজনীতিবিদরা। মাথা ন্যাড়া করা সবাই বিচারমন্ত্রী চো কুকের পদত্যাগ বা বহিষ্কার চান। খবর বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার বিচারমন্ত্রী চো কুকের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির প্রতিবাদেই বিরোধী দলের রাজনীতিবিদরা মাথা ন্যাড়া করছেন। কুক আইনের অধ্যাপক এবং গত সপ্তাহেই তিনি বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হুয়াং কিয়ো নামের এক বিরোধী রাজনীতিবিদ সোমবার সন্ধ্যায় জনগণ ও সাংবাদিকদের সামনে মাথা ন্যাড়া করেন। কুকের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সরকারের বিরোধিতাও করছেন এই রাজনীতিবিদরা। এর আগে দুই নারী সংসদ সদস্যও একই কাজ করেন।
উল্লেখ্য, বিচারমন্ত্রী চো কুকের পরিবারের বিরুদ্ধে অ্যাকাডেমিক এবং আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপরও বিচারমন্ত্রী হিসেবে তাকেই বেছে নেন প্রেসিডেন্ট মুন জে ইন। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন বিরোধী দলের রাজনীতিবিদরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।