Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মংলা ইপিজেডে তাবু ও ক্যাম্পিং সামগ্রী শিল্প কারখানা নির্মাণ করবে দক্ষিণ কোরিয়া

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান মেসার্স সিএস বাংলা লিমিটেড ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মংলা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি তাবু ও ক্যাম্পিং সামগ্রী শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পুর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প বার্ষিক ৪৩ লাখ পিস্ তাবু, সিøপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ার, ব্যাগ ও অন্যান্য সরঞ্জামাদী উৎপাদন করবে। সিএস বাংলা কারখানায় ১৫০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষ্যে গতকাল ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স সিএস বাংলা লি. এর মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব আব্দুল হালিম মোল্লা এবং সিএস বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ডো কিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি, সদস্য (প্রকৌশল) জনাব মোঃ মোসাদ্দেক আলী, সচিব জনাব মোঃ শওকত নবী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) জনাব নুরুল হক এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) জনাব আহসান কবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মংলা ইপিজেডে তাবু ও ক্যাম্পিং সামগ্রী শিল্প কারখানা নির্মাণ করবে দক্ষিণ কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ