Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে নরেন্দ্র মোদি : জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ রাজ্যে জন্মদিন কাটাতে সোমবারই গুজরাটে যান মোদি। মঙ্গলবার সকালে সেখান থেকে যান নর্মদা জেলার কেবাড়য়াতে। সেখানে সর্দার পটেল মূর্তি ঘিরে গড়ে ওঠা প্রকল্পগুলি ঘুরে দেখেন। তার পর যোগ দেন জনসভায়। যাওয়ার পথে বিমান থেকে সর্দার প্যাটেলের মূর্তির একটি ভিডিও তোলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদি লিখেছেন, ‘বিশাল এই স্ট্যাচু অব ইউনিটি দেখুন। মহান সর্দার পটেলকে ভারতের শ্রদ্ধা।’ পরে সেখানে পরিদর্শনের আরও একাধিক ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জনসভায় গুজরাটের উন্নয়ন প্রসঙ্গে আলোচনার পর কাশ্মীর ইস্যুতেও বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষকে ৭০ বছর ধরে বিচ্ছিন্নাবাদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশ। দশকের পর দশক ধরে চলতে থাকা সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। কাশ্মীর, লাদাখের মানুষের সহযোগিতায় জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে।’
বিশ্বের বৃহত্তম সর্দার পটেল মূর্তি উন্মোচনের পর থেকেই এলাকায় পর্যটকদের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে দাবি করেন মোদি। তিনি বলেন, ‘মাত্র ১১ মাসে ২৩ লাখ পর্যটক স্ট্যাচু অব ইউনিট দেখতে এসেছেন। এখানে গড়ে সাড়ে আট হাজার পর্যটক এখানে আসেন প্রতিদিন।’
প্রধানমন্ত্রীর দাবি, ১৩৫ বছরের আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি দেখতে যেথানে প্রতিদিন ১০ হাজার পর্যটক আসে, সেখানে মাত্র ১১ মাসে স্ট্যাচু অব ইউনিটিতে এত সংখ্যক পর্যটকের আগমন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্থানীয় যুবকদের রোজগারের সুযোগ মিলছে।



 

Show all comments
  • Jahangir ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৫ পিএম says : 0
    He is afraid about Kashmir so he always things about Kashmir in his every day he feel's guilty so every moment says he did a great work.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ