Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মূল বিচারক ফেরদৌস ও মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নানা আলোচনা ও সমালোচনার পর গত দুই বারের মতো এবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। গত ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে এবার অডিশন পর্ব শুরু হতে যাচ্ছে। এ বছর এ প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকবেন চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সাথে আরও থাকবেন বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এ কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সেখানে তিনজন মূল বিচারকের নাম এবং অডিশন রাউন্ডের বিচারকদের নাম জানানো হয়। চিত্রনায়ক ফেরদৌস চ্যানেল বলেন, আমি যে কোনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি আমাকে অবাক করে। খুবই এক্সাইটিং একটি বিষয়। তিনি বলেন, আয়োজকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডÑএর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে বাংলাদেশি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ