Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুকুরের মৃত্যুতে শোক, ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০১ পিএম

ভারতীয় সেনাবাহিনীতে ৯ বছর ধরে সেবা দেয়া কুকুর ‘ডাচ’-এর মৃত্যুতে রোববার শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে বলা হয়েছে, ক্যানিয়ন সোলজার ‘ডাচ’-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রতিরক্ষামন্ত্রী। ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য সেবা দেয়ার পর সম্প্রতি মারা যায় ডাচ। এটি ইস্টার্ন কমান্ডের একটি ডেকোরেটেড কুকুর ছিল। বিভিন্ন রকম অপারেশনে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সনাক্তকরণে তাকে ব্যবহার করা হতো। বার্তা সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ওদিকে ডাচ-এর মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। ১১ই সেপ্টেম্বর মারা যায় ডাচ। তার মৃতদেহে শনিবার ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ