Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে দুই বিজ্ঞাপনে আমিন খানের ছেলে ইশান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

চিত্রনায়ক আমিন খানের ছোট ছেলে ইশান কিছুদিন আগে একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের এসির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। বিজ্ঞাপনটিতে ছোট্ট ইশানের হাস্যোজ্জ্বল এবং চটপটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। ইশানের বাবা নায়ক আমিন খান ও মা স্নিগ্ধা খান নিজের সন্তানের এমন সাফল্যে বেশ গর্বিত। তবে বড় হয়ে ইশান মিডিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে কী না সেটা বড় হলে ইশানের উপরই নির্ভর করছে বলে জানান আমিন খান ও স্নিগ্ধা খান। দর্শকের আগ্রহে ইশান এরইমধ্যে নতুন আরো দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছে। বিজ্ঞাপন দুটি হচ্ছে বহুজাতিক পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার ও ওয়ালটন বেøন্ডার। বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন তৌহিদ মিতুল। ছোট্ট ইশানকে নিয়ে আমিন খানের স্ত্রী ও ইশানের মা বলেন, ‘আমার দুই সন্তান। একজন ফারহান, অন্যজন ইশান। ইশানের প্রথম বিজ্ঞাপনেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। ইশানকে নিয়ে আমার নির্দিষ্ট কোন স্বপ্ন নেই। মা হিসেবে আমার যতোটুকু দায়িত্ব আমি তা পালন করার চেষ্টা করবো। সে বড় হয়ে যা হতে চায় তাই হবে।’। চিত্রনায়ক আমিন খান বলেন, ‘দর্শকের প্রতি আমি, আমার পরিবার কৃতজ্ঞ যে ইশানের প্রথম বিজ্ঞাপনটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। তাদের কাছ থেকে অনেক সাড়া পাওয়াতেই নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছে। তবে এবারের বিজ্ঞাপন দুটো নিয়ে আমি আরো অনেক বেশি আশাবাদী। কারণ এই দুটি বিজ্ঞাপনে ইশান আগের চেয়ে আরো বেশি ভালো করেছে।’ আমিন খান জানান শিগগিরই বিজ্ঞাপন দুটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ