Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের সড়কে নরক যন্ত্রণা

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পর্যটন শহর কক্সবাজার শহরের রাস্তাঘাট চলাচল অনুপযোগী হয়ে পড়ে মারাত্মক ভোগান্তি বেড়েছে।

বিশেষ করে শহরের প্রধান সড়কটি এখন যেন নরকযন্ত্রণায় পরিণত হয়েছে। এই সড়কে যাতায়াতকারীরা যার পর নাই ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কক্সবাজারে আগত পর্যটকরা পড়েছেন দারুণ ভোগান্তিতে।

দু'দিন আগেও কক্সবাজার সরকারি কলেজের একজন পরীক্ষার্থী ছাত্রী টমটম উল্টে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

এ প্রসঙ্গে কক্সবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসার একেএম ফজলুল করিম চৌধুরী বলেন, কক্সবাজারের রাস্তাঘাটের যে অবস্থা, এগুলো দেখে মনে হয় না এখানে কোনো কর্তৃপক্ষ আছে।

শহরে রাস্তার এই মারাত্মক অবস্থার প্রতিবাদ জানিয়ে শহরের চলাচলকারি টমটমগুলো নিজেরাই চলাচল কমিয়ে দিয়েছে। এতে করে মারাত্মক ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী

শিক্ষার্থীরা। এই সময়ের দেখা গেছে শত শত শিক্ষার্থী রাস্তার মোড়ে মোড়ে যানবাহনের জন্য অপেক্ষা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ