Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১:৪৬ পিএম

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাতার প্রবাসী বাংলাদেশি সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। তিন তরুণই মা-বাবাসহ স্বপরিবারে কাতারে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এ তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার মধ্যে রেখেই তারা ঠিক করেছিলেন। এ সময় হঠাৎ করে দ্রুতগামী একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। গুরুতর আহত দু'জনকে হাসপাতালের নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শিক্ষার্থী তিন তরুণের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ